thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

লকডাউনে ৭ জেলায় বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস

২০২১ জুন ২১ ১৯:০২:২৩
লকডাউনে ৭ জেলায় বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার সংক্রমণ বাড়ায় ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। লকডাউনকালীন সময়ে সাত জেলায় বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সকল অফিস।

জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও মুন্সিগঞ্জ। সোমবার (২১ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

লকডাউন চলাকালে ৭ জেলায় সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে কি না-জানতে চাইলে তিনি বলেন, সবকিছু বন্ধ থাকবে, শুধুমাত্র আইন-শৃঙ্খলা ও জরুরি পরিষেবা সার্ভিস ছাড়া।

ঢাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঢাকা আমরা বন্ধ করিনি। ঢাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যায় আমরা আবার বসব। ভিডিও কনফারেন্স করব। দেখা যাক, আগে বসি, তারপর। এখানে স্বাস্থ্য রিলেটেড সবাই থাকবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর