thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

রাজধানীর হাসপাতালেও বাড়ছে করোনা রোগীর চাপ

২০২১ জুন ২৩ ১৪:২১:৪৬
রাজধানীর হাসপাতালেও বাড়ছে করোনা রোগীর চাপ

দ্য রিপোর্ট প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাপ আবারও বাড়তে শুরু করেছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ২২ দিনের ব্যবধানে উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বুধবার (২৩ জুন) সকালের দিকে হাসপাতালটির জরুরি শাখা থেকে এসব তথ্য জানানো হয়।

হাসপাতালের আইসিইউ ইউনিটের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ক্রিটিক্যাল কেয়ারের বিভাগীয় প্রধান ডা. মো. আসাদুজ্জামান বলেন, এক সপ্তাহের ব্যবধানে আইসিইউ বেডের ওপর চাপ বেড়েছে। চালু থাকা ১০টি আইসিইউ বেডেই রোগী ভর্তি রয়েছে। পরিস্থিতি অনেকটা আগের মতো ভয়াবহ হওয়ার পথে। এখনই আমাদের সবাইকে সাবধান হতে হবে।

হাসপাতালের জরুরি শাখা সূত্র জানায়, চলতি মাসের ১ তারিখ ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ জন। বুধবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত মোট ৬৬ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি ১০ জন রয়েছেন আইসিইউ বেডে। সবমিলিয়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে করোনা রোগীদের জন্য ২০টি আইসিইউ শয্যা আছে। সব কয়টি বেডেই রোগী ভর্তি আছে।

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমান বলেন, তার হাসপাতালে প্রতিদিনই করোনা বাড়ছে।

মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, এ হাসপাতালের আইসিইউতে বর্তমানে ৮২ জন করোনা রোগী ভর্তি আছেন। গত চার দিনের প্রতিদিনই ৫০ জন করোনা রোগী ভর্তির জন্য আসছেন।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সরকার এপ্রিলে কঠোর বিধিনিষেধ আরোপের পর মে মাসে দৈনিক শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেশ খানিকটা কমে এসেছিল। কিন্তু করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেলটার কমিউনিটি ট্রান্সমিশন ঘটায় রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় সংক্রমণ ও মৃত্যু গত কয়েক সপ্তাহ ধরে আবার বাড়ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৩ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর