thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১, ২১ শ্রাবণ ১৪২৮,  ২৬ জিলহজ ১৪৪২

এখনো সন্ধান মেলেনি পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলীর

২০২১ জুন ২৩ ১৪:২৩:৩৯
এখনো সন্ধান মেলেনি পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: পদ্মা সেতুর বিদ্যুতের টাওয়ার নির্মাণ করতে গিয়ে নদীতে নিখোঁজ চীনা প্রকৌশলী জিহাওয়ের (২৫) মরদেহ পাওয়া যায়নি।

বুধবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নদীতে ১০-১২ কিলোমিটার এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর। এর আগে মঙ্গলবার (২২ জুন) রাত ৮টার দিকে শিমুলিয়ার ৩ নং ঘাটের কাছে পদ্মা নদীতে নির্মাণাধীন বিদ্যুতের খুঁটি ‘টি-১৩’ থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, আমরা সন্ধান অব্যাহত রেখেছি। আমাদের সঙ্গে মুন্সিগঞ্জ ও শ্রীনগর ফায়ার সার্ভিস যোগদান করেছে।

তিনি আরও বলেন, রাত থেকে আজ দুপুর পর্যন্ত নদীতে ১০-১২ কিলোমিটার এলাকা খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। নদীর পার্শ্ববর্তী সব থানাকে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে।

পদ্মা সেতুর প্রধান নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৩ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর