thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সূচকের বড় পতন,দর কমেছে অধিকাংশ শেয়ারের 

২০২১ জুন ২৩ ১৪:৫০:১১
সূচকের বড় পতন,দর কমেছে অধিকাংশ শেয়ারের 

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) মূল্যসূচকের বড় পতন দেখা গেছে। এদিন, কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দরও । তবে টাকার অংকে আগেরদিন থেকে লেনদেন কিছুটা বেড়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।

বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অস্থান করছে ২১৮৮ ও ১২৯৭ পয়েন্টে।

এদিন, ডিএসইতে ২ হাজার ৩০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার। এ হিসেবে আজ ডিএসইতে আগের দিন থেকে ১৩ কোটি লাখ টাকা কম লেনদেন হয়েছে।

মঙ্গলবারডিএসইতেদিনভর লেনদেনে অংশ নেওয়া মোট ৩৭২ টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২০টির, দর কমেছে ১৮১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ৩১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার।

দ্য রিপোর্ট/এএস/২৩জুন, ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর