thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ভারতকে গুড়িয়ে টেস্টের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

২০২১ জুন ২৪ ১০:১০:৫৯
ভারতকে গুড়িয়ে টেস্টের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক: প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃষ্টিন বাধা পেরিয়ে শিরোপা জিতে নিল নিউজিল্যান্ড। ৮ উইকেট হেরে গেছে ভারত।

সাউদাম্পটনে প্রথম ইনিংসে ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড অল-আউট হয়ে যায় ২৪৯ রানে। ভারত ৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু করে। প্রতিপক্ষের দুর্দান্ত বোলিংয়ে আর দলীয় ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৭০ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। জয়ের জন্য মাত্র ১৩৯ রানের লক্ষ্যমাত্রানিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শেষমেশ ২ উইকেটে ১৪০ রান তুলে ম্যাচ জিতে নেই কিউইরা। সেই সঙ্গে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেয় নিউজিল্যান্ড।

জয়ের জন্য মাত্র ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভিড কনভয় ও টন ল্যাথাম। ৮১ বলে ৩৩ রানের মূল্যবান পার্টনারশিপ গড়ে তোলেন তারা। বাঁ-হাতি ব্যাটসম্যান টম ল্যাথামকে প্যাভিলিয়নে ফেরান ভারতের অফস্পিনার বরিচন্দ্রন অশ্বিন। এরপর ক্রিজে আসেন কিউইদের দলনায়ক কেন উইলিয়ামসন। কিউেইদের আরেক ওপেনার ডেভিড কনভয়ের উইকেটটিও শিকার করেন অশ্বিন। কিছুটা চাপের মুখে থেকেও অভিজ্ঞ রস টেইলরকে সঙ্গে নিয়ে অধিনায়ক উইলিয়ামসন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। জয় সুচক চার মেরে দলকে জেতালেন রস টেলর (অপরাজিত ৪৭)। অধিনায়ক উইলিয়ামসন অপরাজিত থাকেন ৫২ রানে।

৮১ বলে ৩৩ রানে বিদায় নেন । তাকেও বিদায় করেন অফস্পিনার অশ্বিন। দলীয় অর্ধশতকের আগে দুই ব্যাটসম্যানকে হারিয়ে কিছু চাপে পড়ে কিউইরা। তবে অ

ভারত

১ম ইনিংস: ২১৭ অল-আউট, ৯২.১ ওভার (রাহানে ৪৯, কোহলি ৪৪, রোহিত ৩৪, গিল ২৮, আশ্বিন ২২, জেমিসন ৫/৩১, ওয়াগন্যার ২/৪৭, বোল্ট ১/৪৬, সাউদি ১/৬৪)

২য় ইনিংস: ১৭০ অল-আউট, ৭৩ ওভার (পান্ট ৪১, রোহিত ৩০, সাউদি ৪/৪৮, বোল্ট ৩/৩৯, জেমিসন ২/২১, জেমিসন ২/৩০, ওয়াগন্যার ১/৪৪)
নিউজিল্যান্ড

১ম ইনিংস: ২৪৯ অল-আউট, ৯৯.২ ওভার (কনওয়ে ৫৪, উইলিয়ামসন ৪৯, ল্যাথাম ৩০, সাউদি ৩০, শামি ৪/৭৬, ইশান্ত ৩/৪৮, আশ্বিন ২/২৮, জাদেজা ১/২০)
২য় ইনিংস: ১৪০/২ (উইলিয়ামসন ৫২*, টেইলর ৪৭*, আশ্বিন ২/১৭)

নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী ও প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর