thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

চট্টগ্রামের সীতাকুন্ডে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৮৯তম শাখার শুভ উদ্বোধন

২০২১ জুন ২৪ ১৯:৫০:৩৭
চট্টগ্রামের সীতাকুন্ডে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৮৯তম শাখার শুভ উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুন্ডে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৯তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৪ জুন, বৃহস্পতিবার ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ রফিকুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর।

অনুষ্ঠানে সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, চট্টগ্রাম সিটি কলেজের সহযোগী অধ্যাপক তানবীরা আহমেদ, ম্যাক কর্র্পোরেশনের চেয়ারম্যান মাস্টার কাসেম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট মোহাম্মদ আজম। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। নতুন শাখা ব্যবস্থাপক সেলিম জাহাঙ্গীর উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ধসঢ়; সম্মতভাবে সর্বোচ্চ
গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ধসঢ়; ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে
সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর