thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মানুষের ভালোবাসায় মুগ্ধ সিয়াম

২০২১ জুন ২৬ ১১:৪২:৫৬
মানুষের ভালোবাসায় মুগ্ধ সিয়াম

দ্য রিপোর্ট ডেস্ক: সরু কাচা পথ। বর্ষাকাল হওয়ায় তাতে জমে আছে কাদাপানি। এই রাস্তা থেকে স্লিপ করে একটি গাড়ি খানিকটা নিচে নেমে গেছে। আরেকটু হলেই পাশের জলাশয়ে পড়ে যেত নিশান ব্র‌্যান্ডের কালো রঙের গাড়িটি। চিত্রনায়ক সিয়াম আহমেদ একটি ভিডিও ক্লিপ তার ফেসবুকে পোস্ট করেছেন। তাতে এমনটা দেখা যায়।

রাজবাড়ীর মুড়াপাড়ায় গিয়েছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। যাওয়ার পথে তাদের গাড়িটি স্লিপ করে রাস্তা থেকে কিছুটা নিচে নেমে যায়। তারপর অনেক চেষ্টা করেও গাড়িটি উঠাতে ব‌্যর্থ হন তিনি। সর্বশেষ এলাকার মানুষের সহযোগিতায় গাড়ি উঠান এই নায়ক। মানুষের এমন সহযোগিতায় মুগ্ধতা প্রকাশ করেছেন সিয়াম। তাদের ধন‌্যবাদ দিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন তিনি।

ঘটনার বর্ণনা করে সিয়াম আহমেদ লিখেন, ‘রাস্তায় কত ধরনের বিপদ হতে পারে! ধরুন, আপনার গাড়ি ভেজা রাস্তায় চলতে চলতে হঠাৎ স্লিপ করলো, যেখানে পড়লো সেখান থেকে উঠানো সম্ভব না। আপনার অনেক চেষ্টার পর অবস্থা আরো খারাপ হলো। আপনি যখন হাল ছেড়ে দেবেন তখনই এগিয়ে আসলেন এলাকার মানুষ। নিজের বাসা থেকে নিয়ে আসলেন শুকনো কাঠ, ইট আরো কত কী! গাড়ি তুলে দিলেন।’

মুগ্ধতা প্রকাশ করে সিয়াম লিখেন, ‘ধন্যবাদ দেয়ার সময় তারা দাবি করলেন—দুপুরে তাদের বাড়িতে খেতে হবে আর ছবি তুলতে হবে! একজনের বউকে ভিডিও কলে হ্যালো বলতে হবে। আপনাদের ভালোবাসা আর আতিথেয়তায় আমি মুগ্ধ।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৬ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর