thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সপ্তাহ শেষে পুঁজিবাজার

সূচকের উত্থান ,লেনদেন কমেছে

২০২১ জুন ২৬ ১৩:২৯:৩৭
সূচকের উত্থান ,লেনদেন কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহ দুয়েক আগে পুঁজিবাজারের চিত্র দেখে অনেকে ধরেই নিয়েছিলেন পুঁজিবাজারের উত্থানের ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে যেতে বেশি দূরে নেই শেয়ারবাজার । অথচ পরের সপ্তাহের সকল ক্ষেত্রে পতনের গল্প এটাই স্মরণ করে দিলো যে - এটা পুঁজিবাজার ।শরতের আকাশের মতোই যার চরিত্র। এদিকে সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থান হয়েছে তবে লেনদেনে পতন দেখা গেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪০ দশমিক ০৮ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়েছে অবস্থান করছে ৬ হাজার ৯২ পয়েন্টে। এসময়ে ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ২ দশমিক ৪৭ পয়েন্ট বাদশমিক ১১ শতাংশ বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯ দশমিক ৫৩ পয়েন্টে । এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.৯৩ পয়েন্টবেড়েঅবস্থান করছে ১৩০১ পয়েন্টে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৯ হাজার ৫২৪ কোটি ২৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৭৪ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার টাকার লেনদেন কমেছে।

এদিকে, সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি ৮২ লাখ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায়৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি ৭৬ লাখ ১৮হাজার টাকায়।অর্থ্যাৎসপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে২ হাজার ৫০৩ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা ।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়া ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের এর মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির কোম্পানি দর।

দ্য রিপোর্ট/এএস/২৬জুন ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর