thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ফের উষ্ণতা ছড়ালেন রাইমা সেন

২০২১ জুন ২৭ ১৪:৪৭:২৪
ফের উষ্ণতা ছড়ালেন রাইমা সেন

দ্য রিপোর্ট ডেস্ক: টালিউড ও বলিউড অভিনেত্রী রাইমা সেন সমালোচনার তোয়াক্কা না করেই একের পর এক খোলামেলা ছবি পোস্ট করে চলেছেন। অভিনেত্রী ইনস্টাগ্রামে চোখ রাখলেই এসব ছবির দেখা মেলে।

আগেও অর্ধনগ্ন ছবি পোস্ট করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি।

রাইমার নতুন ছবিতে দেখা যাচ্ছে, শরীরের ঊর্ধাঙ্গ ঢাকা সাদা পোশাকে। অগোছালোভাবে বাঁধা রয়েছে তার চুল। মাথা নীচু করে হাসছেন। বারান্দার রেলিংয়ের সামনে বসে রয়েছেন।

রাইমার এসব ছবিতে ভক্তরা প্রশংসা করলেও সমালোচনা করতেও ছাড়েননি কেউ কেউ।

এদিকে শনিবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি ছবি ফুটে উঠেছে। ন্যান্সি সিনাত্রার বিখ্যাত গান চলছে নেপথ্যে, দেখা যাচ্ছে, নিজের মাথায় বন্দুক ধরেছেন রাইমা সেন। চোখে কালো চশমা। চুল খোলা। পরনে নীল টপ। পেছনে জানালা। ছবি দেখে মনে হচ্ছে না কোনও ফটোশুটের। সম্ভবত নিজের জন্যই এই ছবি তুলেছেন এই গুণী অভিনেত্রী।

ছবির ব্যাকগ্রাউন্ডে বাজা গানের কথাগুলো অনেকটা এমন, ‘সে (পুংলিঙ্গ) প্রতি বার এই যুদ্ধ জিতে যায়। সে আমাকে গুলি করলো। আমি মাটিতে পড়ে গেলাম। ব্যাং ব্যাং সেই অদ্ভুত শব্দটা কানে এলো।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৭ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর