thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

লকডাউন আতংকে বড় পতন পুঁজিবাজারে

২০২১ জুন ২৭ ২০:৫২:১৩
লকডাউন আতংকে বড় পতন পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক:সোমবার থেকে শুরু হচ্ছে সীমিত আকারে লকডাউন । এতেই আতংক ছড়িয়ে পড়েছে পুঁজিবাজারে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) মূল্যসূচকের ব্যাপক পতন দেখা গেছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ২৯০পয়েন্টে এবং দাঁড়িয়েছে ২ হাজার ১৭২পয়েন্টে।

এদিন ডিএসইতে দিনভর লেনদেনে অংশ নেয়া ৩৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৩১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯২ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, দর কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। লেনদেন হয়েছে ২১৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার।

দ্য রিপোর্ট/এএস/২৭জুন ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর