thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়ালো

২০২১ জুন ২৯ ১৯:৩৭:৫৬
রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়ালো

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাস মহামারির মধ্যেও প্রবাসীদের আয়ের ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রির্জাভ। মঙ্গলবার দিন শেষে রির্জাভ ৪৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ হয়েছে ৪৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার বা প্রায় ৪ হাজার ৬০৮ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ লাখ ৯১ হাজার ৬৯৭ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার হিসাবে দেশের এ রিজার্ভ দিয়ে ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

প্রসঙ্গত, ২০২০ সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৪৩ বিলিয়ন ডলার, ১৫ ডিসেম্বর ৪২ মিলিয়ন এবং ২৮ অক্টোবর রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। পুরো সব রেকর্ড ভেঙে এবার রির্জাভ ৪৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর