thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

একদিনে সূচক বাড়লো ১০০ পয়েন্টের বেশি 

২০২১ জুলাই ০১ ০১:৩৪:৪৬
একদিনে সূচক বাড়লো ১০০ পয়েন্টের বেশি 

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত দুইদিন যেন বড় বড় করে নি:শ্বাস নিলো পুঁজিবাজার । বুধবার সেট যেন ছেড়ে দিলো সময় নিয়ে । আর তাতেই দেখা গেলো ডিএসই মূল্যসূচকের ব্যাপক উত্থান হয়েছে। লেনদেনও হয়েছে বড় উত্থান ।ওদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। এতে স্বস্তি ফিরে আসছে বিনিয়োগকারীদের মনে সেটা বলাই যায়।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২২পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ৩৯৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৮ কোটি ৮ লাখ টাকার।এ হিসেবেআজ ডিএসইতে আগের দিন থেকে ২৫০ কোটি ২১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩০৭টির, দর কমেছে ৪১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪২ পয়েন্টবেড়েসূচকটি ১৭ হাজার ৮১৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৭টির, দর কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।লেনদেন হয়েছে ৭৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার।

দ্য রিপোর্ট/এএস/২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর