thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

এবার ঈগলসের কোরিওগ্রাফিতে একসাথে তিন নায়িকা

২০২১ জুলাই ০২ ০৮:৪৬:৩৫
এবার ঈগলসের কোরিওগ্রাফিতে একসাথে তিন নায়িকা

দ্য রিপোর্ট ডেস্ক: জাতীয় এবং করপোরেট পর্যায়ে অনেক বড় বড় ইভেন্টে কোরিওগ্রাফির জন্য খ্যাতি রয়েছে ডান্স কোম্পানি ঈগলসের। সেই সূত্রেই দেশের বর্তমান সময়ের শীর্ষস্থানীয় তিন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়াকে নিয়ে টেলিভিশন পর্দায় হাজির হচ্ছে কোম্পানিটি।

ঈগলস থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের কারণে অনেক দিন ধরে বড় পরিসরে কোনো অনুষ্ঠান করা হয়নি। এবার বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দ মেলা’য় দেশের তিন শীর্ষ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়াকে একসাথে করার পরিকল্পনা আমাদেরকে বড় পরিসরে কাজের সুযোগ করে দিয়েছে। আশাকরি এই কাজটির মাধ্যমে ঈগলস দর্শকদের আরো কাছাকাছি পৌঁছাতে পারবে।

আগামী ৪ জুলাই থেকে বিটিভির অডিটোরিয়াম ও ড্রামা স্টুডিওতে তাদের নাচের শুটিং হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার।

অনুষ্ঠানে মাহিয়া মাহি পাঁচ দশকের পাঁচ নায়িকা সুচন্দা, শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ ও দিতি অভিনীত সিনেমার গানের সাথে নাচ পরিবেশন করবেন। কয়েকটি গানের সমন্বয়ে একটি কোলাজ পরিবেশনায় দেখা যাবে মিমকে।

আর নিজেরই গাওয়া-‘কাটে না কাটে না’, ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ এবং সিনেমায় অভিনীত ‘রসিক আমার’ গানে সমন্বয়ে একটি পরিবেশনায় নাচবেন নুসরাত ফারিয়া।

ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর