thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ভারতীয় জুয়াড়িদের কারণে আরও ২ ক্রিকেটারের ক্যারিয়ার শেষ

২০২১ জুলাই ০২ ১৯:১৭:১৭
ভারতীয় জুয়াড়িদের কারণে আরও ২ ক্রিকেটারের ক্যারিয়ার শেষ

দ্য রিপোর্ট ডেস্ক: ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার আমির হায়াত ও আশফাক আহমেদকে আট বছরের নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে তাদের বিরুদ্ধে আইসিসির দেয়া নিষিদ্ধাদেশ শুরু হবে।

আরব আমিরাতের হয়ে খেললেও এ দুই ক্রিকেটারের জন্ম পাকিস্তানে। ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব চলাকালীন ম্যাচ ফিক্সিং করে তারা। ভারতীয় ‘ওয়াই’ নামের এক জুয়াড়ির কাছ থেকে তিন লাখ পাঁচ হাজার রুপি নিয়েছিলেন এ দুই ক্রিকেটার।

দুজনের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের জন্য ঘুষ গ্রহন, আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভাঙা,৭৫০ ডলারের বেশি মূল্যমানের উপহার প্রাপ্তির কথা বোর্ডকে না জানানো, দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে তথ্য গোপন করা, দুর্নীতির প্রস্তাব গোপন করার অভিযোগ আনা হয়েছে।

আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালে আমির ও আশফাকের বিরুদ্ধে আনিত সব অভিযোগের সত্যতা মিলেছে। তবে আত্মপক্ষ সমর্থনে একজন অন্য জনকে দায়ী করেছেন। দুজনের এই কান্ডকে ‘যৌথ প্রযোজনা’ বলে উল্লেখ করেছে আইসিসি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ১৩টি আন্তর্জাতিক ম্যাচের শেষটি খেলেছিলেন আমির। আর ৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আশফাক একই বছরের অক্টোবরে আমিরাতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর