thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

প্রতি পোস্টের জন্য ৩ কোটি টাকা নেন প্রিয়াঙ্কা!

২০২১ জুলাই ০৩ ১০:২৯:৩১
প্রতি পোস্টের জন্য ৩ কোটি টাকা নেন প্রিয়াঙ্কা!

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া’র ক্যারিয়ারের যুক্ত হলো সফলতার আরেক মাত্রা। হ্যাঁ, এবার ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় সেরার তালিকায় অভিনেত্রী। হপার ইনস্টাগ্রাম রিচলিস্ট ইয়ার- এর তালিকায় ২৭তম স্থান দখল করেছেন তিনি। জানা গেছে, অ্যাপের প্রত্যেক প্রোমোশনাল পোস্টের জন্য ৩ কোটি টাকা করে নেন প্রিয়াঙ্কা।

বাৎসরিক সেই লিস্ট প্রকাশ্যে এসেছে। তারকা থেকে ক্রিকেট ব্যক্তিত্ব অন্যান্যদের তালিকায় প্রকাশ করা হয়। প্রত্যেক প্রোমোশনাল পোস্টের জন্য কত টাকা করে নেন তারা, সেটাও প্রকাশ করা হয়েছে। গত বছর ২ লক্ষ ৭১ হাজার ডলার নিয়ে ১৯ তম স্থানে ছিলেন ‘দেশি গার্ল’। যদিও প্রতি পোস্টে তার উপার্জন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অন্যদের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

সেরা ত্রিশ- এর তালিকায় ভারতীয় একমাত্র ক্রিকেটার বিরাট কোহলির নাম রয়েছে। গত বছর বিরাট ২৩ নম্বরে ছিল এই তালিকায়। কিন্তু চলতি বছর প্রিয়াঙ্কার স্থান দখল করে ১৯ নম্বরে উঠে এসেছেন তিনি। ১২৫ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে প্রত্যেক পোস্টের জন্য ৫ কোটি টাকা করে চার্জ করেন বিরাট।

লিস্টের প্রথমে রয়েছে ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম। আরও একবার তিনি সেরা। ২৯৫ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে প্রত্যেক প্রোমোশনাল পোস্টের জন্য ১১ কোটি টাকা করে চার্জ করেন ক্রিস্টিয়ানো। এছাড়া লিস্টে রয়েছে ডোয়েন জনসন, আরিয়ানা গ্র্যান্ডে, কাইলি জেনার এবং টেইলর সুইফটের মতো তারকারা।

এদিকে, সম্প্রতি ইনস্টাগ্রামে অন্তর্বাসের ব্র্যান্ড ‘ভিক্টোরিয়াস সিক্রেট’র নতুন মুখ হিসেবেও যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর