thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

কঠোর বিধিনিষেধ ভঙ্গে ১৯ লাখ টাকা জরিমানা

২০২১ জুলাই ০৩ ১৯:২৫:১৩
কঠোর বিধিনিষেধ ভঙ্গে ১৯ লাখ টাকা জরিমানা

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীতে করোনাভাইরাস সংক্রমণরোধী কঠোর বিধিনিষেধ ভঙ্গ করে সড়কে গাড়ি চলানোর দায়ে ৮৮৫ মামলায় ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ। শনিবার (৩ জুলাই) কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের তৃতীয় দিন।

সড়ক পরিবহন আইন অনুসারে ওই জরিমানা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী কড়াকাড়ি অবস্থান নিয়েছে। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ৮৫৫টি মামলা হয়েছে। তৃতীয় দিনের লকডাউনে নিয়ম অমান্য করে ঘরের বাইরে আসায় দুপুর পর্যন্ত ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর