thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

উইম্বলডনে অ্যান্ডি মারের বিদায়

২০২১ জুলাই ০৩ ১৯:৩২:২৭
উইম্বলডনে অ্যান্ডি মারের বিদায়

দ্য রিপোর্ট ডেস্ক: উইলম্বডন টেনিসের তৃতীয় রাউন্ডেই বাদ পড়েছেন অ্যান্ডি মারে। কানাডিয়ান ডেনিস শাপোভালভের কাছে সরাসরি সেটে হেরেছেন দুইবারের উইম্বলডনজয়ী এই ব্রিটিশ টেনিস তারকা।

প্রথম দুই পর্বে অ্যান্ডি মারের খেলা আশা জাগিয়েছিলো ব্রিটিশ সমর্থকদের মনে। তবে তৃতীয় পর্বে এসেই স্বপ্নভঙ্গ। প্রথমবার উইম্বলডনের প্রি কোয়ার্টার ফাইনালে ওঠা ডেনিস শাপোভালভের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না মারে।

প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে গিয়েছিলেন মারে। পরপর ৩টি গেম জিতে ফেরার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৪-৬ ব্যবধানে হেরে যান তিনি।

দ্বিতীয় এবং তৃতীয় সেটে মারেকে কোন সুযোগই দিলেন না শাপোভালভ। ৬-৪, ৬-২, ৬-২ সরাসরি সেটে জিতে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছেন কানাডিয়ান তারকা।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর