thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

২৫ বছর পর ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ড

২০২১ জুলাই ০৪ ০৮:০৮:৪৩
২৫ বছর পর ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক: ইউরোর কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ২৫ বছর পর সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বশেষ সেমিফাইনাল খেলেছিল তারা।

শনিবার (৩ জুলাই) রাতে ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটের মাথায় লিড নেয় ইংল্যান্ড।

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া শট গোলরক্ষক জিওর্জি বুসচানের বুকে লেগেও জালে জড়ায়। ১-০ গোলে এগিয়েই প্রথমার্ধ শেষ করে ইংলিশরা।

বিরতির পর পরই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি মাগুইর। এ খেলার ৪৬ মিনিটে ফ্রি কিক থেকে পাওয়া বল নেন মাগুইর। বল গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।

৫০ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন অধিনায়ক হ্যারি কেন। লুক শ ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে হেড নেন হ্যারি। বল জালে জড়ায়।

৬২তম ম্যাচে ইংল্যান্ডের হয়ে নিজের প্রথম গোল করেন হেন্ডারসন। এতে ইংল্যান্ড এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ইংল্যান্ডের জার্সি গায়ে এটা ছিল হেন্ডারসনের প্রথম গোল।

এর মধ্য দিয়ে চলতি ইউরোতে পাঁচ ম্যাচে মাঠে নেমে একটি গোলও হজম না করে ৮ গোল করলো ইংল্যান্ড।

আগামী বুধবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামেই সেমিফাইনালে ডেনমার্কের মুখোমুখি হবে ইংল্যান্ড। চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে ডেনিসরা।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর