thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ডিএসইর পিই রেশিও বেড়েছে 

২০২১ জুলাই ০৪ ১৪:২৩:৩৩
ডিএসইর পিই রেশিও বেড়েছে 

দ্য রিপোর্ট প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ৮২শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৮দশমিক ৩৫পয়েন্ট । আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও১৮দশমিক ৫০পয়েন্টেঅবস্থান করছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.২ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.২ পয়েন্টে, সিরামিক খাতে ২৬.৯ পয়েন্টে, প্রকৌশল খাতে ২১.৩পয়েন্টে, আর্থিক খাতে ২৪.৬পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ২১পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১১.৬ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ২৩.৭ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২৫.৩পয়েন্টে, পাট খাতে পিই রেশিও ৭৩১.৪ পয়েন্টে, বিবিধ খাতে ২২পয়েন্টে, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৫ পয়েন্ট, পেপার ‍ও প্রিন্টিং খাতে৪৬.৩ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৮.১পয়েন্টে, সেবা ও আবাসন খাতে২২ পয়েন্টে, ট্যানারী খাতের ৭৫.২পয়েন্টে, টেলিকমিউনেকেশন খাতে ১৮.৮পয়েন্টে, বস্ত্র খাতের ২৩.৮ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৭৫.৬পয়েন্টে অবস্থান করছে।

দ্য রিপোর্ট/এএস/৪জুলাই ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর