thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সোমবার এসবিএসি’র আইপিও আবেদন শুরু

২০২১ জুলাই ০৪ ১৪:৩৩:০০
সোমবার এসবিএসি’র আইপিও আবেদন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামীকাল সোমবার ( ৫ জুলাই) থেকে বেসরকারি ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদনপত্র ও চাঁদার অর্থ জমা নেওয়া শুরু হবে। যা ১১ জুলাই পর্যন্ত চলবে। এসবিএসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে এসবিএসি।আইপিওতে ব্যাংকটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

উল্লেখ্য, এ বছরের গত ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ৭৭৩তম সভায়আইপিওর অনুমোদন পায় ব্যাংকটি।

ব্যাংকটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

দ্য রিপোর্ট/এএস/৪জুলাই ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর