thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

ভারতসহ ৮ দেশের সঙ্গে আকাশপথ বন্ধ ঘোষণা

২০২১ জুলাই ০৫ ২০:০৯:১১
ভারতসহ ৮ দেশের সঙ্গে আকাশপথ বন্ধ ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব কমাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সিদ্ধান্ত নেয়।

সোমবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য বেবিচক এ নিদের্শনা জারি করে। এতে বলা হয়েছে, বতসোয়ানা, ভারত, মঙ্গোলিয়া, নামিবিয়া, নেপাল, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া থেকে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।

বেবিচকের সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিক ও প্রবাসী কর্মী এবং যারা ১৫ দিনের মধ্যে এই দেশগুলো ভ্রমণ করেছেন তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। তবে এক্ষেত্রে তাদের নিতে হবে বিশেষ অনুমতি। যারা এদেশগুলো থেকে আসবেন তাদের বাধ্যতামুলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর