thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পুঁজিবাজার থেকে কিভাবে মুনাফা উঠানো যাবে বাতলে দিলেন এসইসি চেয়ারম্যান

২০২১ জুলাই ০৬ ১৩:০৭:০০
পুঁজিবাজার থেকে কিভাবে মুনাফা উঠানো যাবে বাতলে দিলেন এসইসি চেয়ারম্যান

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে কিভাবে টিকে থাকতে হবে এবং কিভাবে এ বাজার থেকে মুনাফা ঘরে তোলা যাবে এ নিয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানঅধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ।সম্প্রতি তার ব্যাক্তিগত ফেসবুক একা্উন্টে এ নিয়ে একটি লেখা প্রকাশ করেছেন তিনি

তিনি বলেছেন - ‘আমার খুব কষ্ট লাগে, অনেক বিনিয়োগকারী ভয় পেয়ে লস করছে। এখানে (পুঁজিবাজারে) কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। ইনশাল্লাহ সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট অনেক সুস্থ হবে। ও অনেক ভালো হবে।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা মার্কেটকে ফ্রি ফ্লো দিতে চাই। মার্কেটই মার্কেটকে নিয়ন্ত্রণ করবে। বিনিয়োগকারীদের এখানে বুঝতে হবে, আমি যখন আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করি, এর ক্রেতা কে? ক্রেতা যেহেতু আছে, তাহলে আমি কেন বিক্রি করছি লস করে?’

তিনি আরও লেখেন- ‘আমরা একটু অপেক্ষা করতে পারি। অপেক্ষা করে সময় মতো বিক্রি করবো লাভে। এই মার্কেট লং টার্ম ইনভেস্টমেন্টের জায়গা এবং এখানে কিনে লসে বিক্রি করার কথা না। আপনাকে কেন অন্যের কথায় বা একটা সিচুয়েশনে আজকেই বিক্রি করতে হবে। এই আজকেই বিক্রি করতে হবে শেয়ার প্রাইস কমলে, এই বিষয়টা হয়ে গেছে ইনডেক্স মাঝে মাঝে পড়ে যাওয়ার একটি কারণ।’

বিএসইসি চেয়ারম্যান বিনিয়োগকারীদের পরামর্শ দিয়ে আরও লিখেন- ‘একটু ধৈর্য ধারণ করতে হবে। আর যাদের মার্জিন লোনের কারণে ফোর্স সেল হচ্ছিলো, তাদের জন্য আমরা মার্জিন বাড়িয়ে দিয়েছি। সুতরাং ফোর্স সেলের ভয় নেই। তাই পেনিক সেল না হলেই হলো এখন। মার্কেট ভালো হবেই ইনশাল্লাহ।’ ।

দ্য রিপোর্ট/এএস/৬জিুলাই ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর