thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকীতে হানিফ সংকেতের আবেগঘন স্ট্যাটাস

২০২১ জুলাই ০৬ ১৯:১১:৪০
এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকীতে হানিফ সংকেতের আবেগঘন স্ট্যাটাস

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলা চলচ্চিত্রের ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ৬ জুলাই ৬৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। বন্ধুবান্ধব, ঘনিষ্ঠজন থেকে শুরু করে অগণিত ভক্ত এ দিনটিতে তাকে স্মরণ করছেন।

এন্ড্রু কিশোরকে স্মরণ করে মিডিয়াব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেতও একটি আবেগি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

তিনি লিখেন....দেখতে দেখতে একটি বছর হয়ে গেলো কিশোর নেই। বিশ্বাস করতে মন চায় না, অথচ এটাই সত্যি। এন্ড্রু কিশোর-বাংলা গানের ঐশ্বর্য। যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতি ছিলো বেশি। যার কাছে গানই ছিলো জীবন-মরণ, গানই ছিলো প্রাণ। এই গানের জন্যই কিশোর পেয়েছে প্লেব্যাক সম্রাটের উপাধি। গানের জন্যই মানুষ তাঁকে ভালোবাসতো। অবশেষে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে গত বছরের এই দিনে সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেয় সবার প্রিয় এন্ড্রু কিশোর।

কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি মানুষের সঙ্গেও প্রাণ খুলে মিশতে পারতো। সবসময় নিজের সুবিধার চাইতে অন্যের সুবিধার দিকেই দৃষ্টি ছিলো তাঁর বেশি। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় ৪০ বছরের। এক সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, এক সঙ্গে থেকেছি। কিশোর ছিলো ইত্যাদি’র প্রায় নিয়মিত সংগীত শিল্পী। কিশোর নেই মনে হলেই ভেতরটা হাহাকার করে উঠে। এন্ড্রু কিশোর ছিলো একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ। যার তুলনা সে নিজেই।

কিশোর তাঁর গানের মাধ্যমেই বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু যেখানে থাকো ভালো থেকো। শান্তিতে থেকো।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর