thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মুশফিক-সাকিবের উইকেটের পর চাপে বাংলাদেশ

২০২১ জুলাই ০৭ ১৭:২১:৩৭
মুশফিক-সাকিবের উইকেটের পর চাপে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেট হারানোর পরও ঠিকঠাক চলছিল খেলা। কিন্তু লাঞ্চের থেকে ফিরে পরপর দুই ওভারে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান আউট হওয়ার পর চাপেই পড়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০৯ রান।

ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফররত বাংলাদেশ দলের। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই জিম্বাবুইয়ান পেসার মুজারাবানির বলে বোল্ড হয়ে ফেরেন সাদমান। আউট হওয়ার পূর্বে ব্যক্তিগত রানের খাতার কিছুই যোগ করতে পারেননি তিনি।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা নাজমুল হাসান শান্তকেও সুবিধা করতে দেননি মুজারাবানি। তার বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শান্ত। সাজঘরে ফেরান আগে তিনি করেন মাত্র ২ রান।

তৃতীয় উইকেটে জুটিতে চাপ সামলে দলের হাল ধরেন যাচ্ছেন সাদমান-মুমিনুল। এ সময় দুজন মিলে তুলেন ৬০ রান। ৬৪ বলে ২৩ রান করে আউট হন সাদমান। পরের উইকেটে মুশফিকুর রহিম নিয়ে আরো প্রতিরোধের চেষ্টা করেন মুমিনুল। কিন্তু অধৈর্য্য মুশফিক ফিরেছেন ব্যক্তিগত ১১ রান। আর টেস্টে ফিরে ব্যাট হাতে কিছুই করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ৫ বলে করেছেন মাত্র ৩ রান।

এদিকে আপনতালে খেলে যাচ্ছেন অধিনায়ক মুমিনুল হক। ফিফটিও তুলে নিয়েছেন তিনি। ৫৬ রানে অপরাজিত রয়েছেন তিনি। শূন্যরানে ক্রিজে রয়েছেন লিটন কুমার দাস।

বাংলাদেশের একাদশ:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী।

জিম্বাবুয়ে একাদশ:

রেগিস চাকাভা, ব্রেন্ডন টেলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৭ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর