thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

আর্জেন্টিনা ও ব্রাজিলের বিকিনিতে নায়লা নাঈম

২০২১ জুলাই ০৮ ১০:১১:৫৮
আর্জেন্টিনা ও ব্রাজিলের বিকিনিতে নায়লা নাঈম

দ্য রিপোর্ট ডেস্ক: পেনাল্টি শুট-আউটে কলম্বিয়াকে হারিয়ে কোপার খেতাবি লড়াইয়ে জায়গা করে নেন মেসিরা। ফাইনালে প্রতিপক্ষ ব্রাজিল। আর তাই দেশজুড়ে উন্মাদনা ছড়াচ্ছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের ভক্তরা। তবে মডেল নায়লা নাঈমের কিছু ছবি এরই মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

বাংলাদেশি মডেল নায়লা নাঈম কোন দলের সাপোর্টার? এই প্রশ্ন সামনে এসে‌ছে। কেননা নায়লাকে দেখা গেল আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলের পতাকার নকশায় বিকিনি পরে মডেল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো নিয়ে বিভ্রান্তিতে পড়ছেন নেটিজেনরা। কেউ বলছেন নায়লা আর্জেন্টিনা সমর্থন করেন, কেউ বলছেন ব্রাজিল।

তবে নায়লা নাঈম বলেন, এসব এখনকার ছবি নয়, ২০১৪ সালের ছবি। ওই সময় বিশ্বকাপের সময় একটা ফটোশুট করেছিলাম। শুধু আর্জেন্টিনা ব্রাজিল নয়, আমি জার্মানি ও স্পেনের ড্রেসেও মডেল হয়েছি।

নায়লা নাঈম কোনো দলকে সমর্থন করেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি আসলে ফুটবলটা তেমন পছন্দ করি না। বলতে পারেন একটু সুবিধাবাদী মানুষ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর