thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বিয়ের খবর জানানোর ৭ মাসের মাথায় বাবা হলেন হাবিব ওয়াহিদ

২০২১ জুলাই ০৮ ১৮:১১:৫৩
বিয়ের খবর জানানোর ৭ মাসের মাথায় বাবা হলেন হাবিব ওয়াহিদ

দ্য রিপোর্ট ডেস্ক: এ বছরের ১২ জানুয়ারি হঠাৎ করেই তৃতীয় বিয়ের খবর জানান জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পাত্রীর নাম আফসানা চৌধুরী, রাজধানীর ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগে পড়েন তিনি।

বিয়ের রেশ কাটতে না কাটতে নতুন খবর দিলেন এই দম্পতি। জানা গেছে, ৭ জুলাই সকালে রাজধানীর একটি হাসপাতালে এই দম্পতির কোলজুড়ে আসে পুত্র সন্তান। হাবিব তার ছেলের নাম ‌রেখেছেন আয়াত। আর খবরটির সত্যতা নিশ্চিত করেছে হাবিব ওয়াহিদের পরিবার।

উল্লেখ্য, হাবিবের বর্তমান স্ত্রী শিফাও শোবিজের সঙ্গে জড়িয়ে আছেন। কাজ করেন মডেল হিসেবে। হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ের সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে অল্প সময়ের ব্যবধানে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে হাবিব বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর