thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১,  ২৭ রবিউল আউয়াল 1446

সাতক্ষীরার সেই এএসআই প্রত্যাহার

২০২১ জুলাই ০৯ ১৪:২৭:২৩
সাতক্ষীরার সেই এএসআই প্রত্যাহার

সাতক্ষীরায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসার সময় ছেলেকে দুই ঘণ্টা আটকে রাখায় বাবার মৃত্যুর অভিযোগে অভিযুক্ত পুলিশের সহকারি উপপরিদর্শক সুভাষ চন্দ্র সরদারকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (৯ জুলাই) এ ঘটনায় সুভাষ চন্দ্র সরদারকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)।

রজব আলীর ছেলে ওলিউল ইসলাম জানান, বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন। সিলিন্ডার অক্সিজেন দিয়ে বাড়িতে রাখা হয়েছিল। অক্সিজেন ফুরিয়ে যাওয়ার আগে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শহরে যাই। পথিমধ্যে হাটেরমোড়ে পৌঁছালে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এএসআই সুভাষ চন্দ্র সেন আমাকে থামান। এরপর গাড়ির কাগজপত্র দেখতে চান। জরুরি হওয়ায় কাগজপত্র রেখে এসেছি জানালে টাকা দাবি করে। আমি কান্নাকাটি করলেও ছাড়েনি। এরপর অক্সিজেন নিয়ে বাড়িতে ফিরে দেখি সিলিন্ডারে অক্সিজেন নেই। বাবা মুমূর্ষ। আমি মুখে পানি দিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাবা। ১৫ মিনিট আগে পৌঁছালে বাবা মারা যেতেন না।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৯ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর