thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১,  ৪ রবিউস সানি 1446

আর্জেন্টিনা-ব্রাজিলের ফাইনাল দেখবেন যেভাবে

২০২১ জুলাই ১০ ১৪:০৮:৫০
আর্জেন্টিনা-ব্রাজিলের ফাইনাল দেখবেন যেভাবে

দ্য রিপোর্ট ডেস্ক: কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী দলদুটির লড়াইকে বলা হয় সুপার ক্লাসিকো। জমজমাট প্রতিযোগিতা হবে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের মধ্যেও। দীর্ঘদিন দুইজন কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন বার্সেলোনার জার্সিতে। নেইমার দল পরিবর্তন করলেও মেসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। কয়েকদিন আগে হওয়া আর্জেন্টাইন অধিনায়কের জন্মদিনে শুভেচ্ছা জানানোর সময় ভাই বলে উল্লেখ করেছিলেন সাম্বা প্রিন্স খ্যাত নেইমার।

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সাক্ষী হতে চলেছে রিও ডি জেনেরিওর মারকানা স্টেডিয়াম। এই ম্যাচে জয়ী দল কোপার ৪৭তম ট্রফিতে চুমু দিবে।

এ পর্যন্ত ১১১ ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ব্রাজিল-আর্জেন্টিনা। মুখোমুখি লড়াইয়ে আলবেসিলেস্তেদের থেকে এগিয়ে সেলেকাওরা। এ পর্যন্ত ৪৬ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিলিয়ানরা। আর্জেন্টাইনদের জয় ৪০টিতে। বাকি ২৫ ম্যাচ ড্র হয়েছে।

১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রীতি ম্যাচের প্রথমবারের মতো মাঠে নেমেছিল দলদুটি। ওই ম্যাচে ৩-০ ব্যবধানে জয় তুলেছিল আর্জেন্টিনা। দুই দলের লড়াইয়ে সবচেয়ে বড় জয়টা আকাশী-সাদাদের পক্ষে। ১৯৪০ সালে ৬-১ গোলের ব্যবধানে জয় তুলেছিল আর্জেন্টিনা। ১৯৪৫ সালে ৬-২ গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল। যা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তাদের সবচেয়ে বড় জয়।

হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, টেন ২ ও টেন ৩। অনলাইনে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপের সনি সিক্স চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর