thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ন্যান্সির পৈতৃক সম্পত্তি বেদখল, চাচার বিরুদ্ধে মামলা

২০২১ জুলাই ১০ ১৪:১৬:৫০
ন্যান্সির পৈতৃক সম্পত্তি বেদখল, চাচার বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির পৈতৃক সম্পত্তি উদ্ধারে আদালতে মামলা করা হয়েছে। গেলো ১৭ জুন নড়াইল জেলা আদালতে ন্যান্সির পক্ষে মামলাটি করেছেন তার বড় ভাই জাকারিয়া নোমান।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘বিষয়টা আমাদের পরিবারিক তাই আমি ও আমার দুই ভাই মিলে পারিবারিকভাবেই স্থানীয় আত্মীয়-স্বজন নিয়ে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু এতেও যখন কাজ হয়নি তখন বাধ্য হয়েই আমরা মামলা করেছি। ১২ জুলাই (সোমবার) মামলার প্রথম শুনানি কিন্তু লকডাউনের কারণে আমি সেখানে যেতে পারছি না। মামলা হবার পরও আদালতকে অবমাননা করে আমার চাচা ভবন নির্মাণের কাজ চালু রেখেছেন। আইন ও আদালতের প্রতি আমার আস্থা আছে আশা করছি ন্যায় বিচার পাবো।’

জানা যায়, নড়াইল জেলার বড়দিয়া উপজেলার চোরখালি মৌজায় ন্যান্সির বাবা প্রয়াত নাইমুল হকের ১৬ শতক পৈতৃক জমি আছে এবং তার বাবা নাইমুল হক ও মা মায়াতুন নাহারের ক্রয়কৃত আরও ৮ শতক জমি আছে। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যান্সি, তার দুই ভাই জাকারিয়া নোমান, শাহরিয়া আমান সানি ও অন্য ওয়ারিশগণ। কিন্তু তার চাচা সৈয়দ কামরুল হাসান গং দীর্ঘদিন ধরে সেই জমি ভোগদখল করে খাচ্ছেন। বারবার বলার পরেও পৈতৃক সম্পত্তি দখল মুক্ত না করতে পেরে স্থানীয় থানায় বিষয়টি জানান ন্যান্সি। থানার পরামর্শে আদালতে গিয়ে মামলাও করেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। যেহেতু কোটে মামলা হয়েছে এখন আসলে আমাদের তেমন কিছু করার নেই। যদি ওনারা কোনো আইনি সহায়তা চান তা অবশ্যই আমরা দেবো।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর