thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

তারকারা কে কোন দলে

২০২১ জুলাই ১০ ২০:৪৬:১১
তারকারা কে কোন দলে

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী রোববার বাংলাদেশ সময় ৬ টায় শুরু হতে যাচ্ছে দুই লাতিনের হাড্ডাহাড্ডি লড়াই। অনেক অপেক্ষিতএই লড়াই এ অংশগ্রহন করতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বের সকল ফুটবলপ্রেমীদের মতোই বাংলাদেশের টেলিভিশন তারকাদের মধ্যে চলছে পারিবারিক মিষ্টি লড়াই।

এই দিকে আবার গুঞ্জন ছড়িয়েছে, চঞ্চল চৌধুরী ও তার ছেলে উভয়েই আর্জেন্টিনা সমর্থক।

ঠিক একই ঘটনা অভিনেত্রী অপু বিশ্বাস ও তার ছেলের মধ্যে। অপু ব্রাজিলের সমর্থক। ছেলে জয় তেমন একটা খেলা না বুঝলেও মায়ের দলকেই সে সমর্থন করবে।

একই ভাবে কণ্ঠশিল্পীদের মধ্যেও দেখা দিয়েছে টানটান উত্তেজনা। আসিফ আকবর ও আঁখি আলমগীর ব্রাজিল সমর্থন করেন। জিয়াউল ফারুক অপূর্বও সমর্থন করেন ব্রাজিল। তিনিও প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি দেখতে হলুদ জার্সি পরে টিভিস্ক্রিনের সামনে থাকবেন।

আবার চিত্রনায়ক সাইমন নেইমার ও ব্রাজিলের সমর্থক। তিনিও অনেক আগ্রহ নিয়ে বসে আছেন ফাইনাল ম্যাচটি দেখার জন্য। এদিকে বড় পর্দার তারকা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান আর্জেন্টিনার সমর্থক। তিনিও টিভির সামনে বসবেন প্রিয় দলের জয়ের আশা নিয়ে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর