thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

৪০০ করুক শচিন: লারা

২০১৩ নভেম্বর ১১ ১৫:৫৩:৩৫
৪০০ করুক শচিন: লারা

দিরিপোর্ট২৪ ডেস্ক: বাস্কেটবলে মাইকেল জর্ডান ও বক্সিংয়ের মোহাম্মদ আলির মতো ক্রিকেটের আইকন শচিন টেন্ডুলকার। মুম্বাই টেস্টের পরই ক্যারিয়ারের ইতি টানবেন এই গ্রেট খেলোয়াড়। ক্রিকেট থেকে শচিনের অবসর নেওযার আগে তাই ব্রায়ান লারার কামনা, তার ৪০০ রানের স্কোর স্পর্শ করুক লিটল মাস্টার।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে আলাপচারিতায় শচিনের বিদায়ী টেস্ট প্রসঙ্গে এমন কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। টেস্টে একমাত্র ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ৪০০ রান করেছেন সাবেক এই ক্যারিবীয় গ্রেট।

তিন দিন পরই শুরু হবে মুম্বাই টেস্ট। এরমধ্যে শচিনের সঙ্গে কথা বলেছেন লারা। ভারতীয় ব্যাটিং জিনিয়াসের সঙ্গে নিজের অভিজ্ঞতার বিষয়টি সৌরভের সঙ্গে শেয়ার করেন তিনি। লারা বলেছেন, ‘আমি তাকে বলেছি, অন্য যেকোরোর চেয়ে আপনার (শচিন) ক্রিকেট ক্যারিয়ার অনেক বেশি সমৃদ্ধ। আমি মনে করি, আপানার সঙ্গে কারো তুলনা করা ঠিক হবে না।’

আমার মনে হয়েছে শচীন কিছুটা নাভার্স। তাই তাকে আমি বলেছি, ‘পরবর্তী ৫ দিন নিজের মতো উপভোগ করুন। আমি জানি, ৪০০ রান করার সামর্থ্য আপনার আছে। আমার পরামর্শ, সে পথেই এগিয়ে যান আপনি।’

১৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে ভারত। ম্যাচ হবে মুম্বাইয়ে।

(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর