thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ইউরো ২০২০: সর্বোচ্চ গোলদাতার পুরস্কার রোনালদোর

২০২১ জুলাই ১২ ১৩:৫৭:৪০
ইউরো ২০২০: সর্বোচ্চ গোলদাতার পুরস্কার রোনালদোর

দ্য রিপোর্ট ডেস্ক: এবারের ইউরোর শুরুটা ভাল হলেও দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল পর্তুগালের। তার আগেই অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেন ৫টি। যে কারণে এ তারকা নিজের করে নিয়েছেন ইউরোপ সেরার এ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট।

গ্রুপ পর্বে হাঙ্গেরির বিপক্ষে ২টি, ফ্রান্সের বিপক্ষে ২টি এবং জার্মানির বিপক্ষে রোনালদো গোল করেন ১টি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই ৫ গোল করে ফেলেছিলেন সিআর সেভেন। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে কোনো গোল পাননি। তারপরও তিনিই জিতলেন ইউরোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

রোনালদোর মতোই এবারের ইউরোতে ৫টি গোল করেন চেক প্রজাতন্ত্রের প্যাটট্রিক শিকে। তবে তার চেয়ে রোনালদো এগিয়েছেন অ্যাসিস্টটের কারণে। একটি অ্যাসিস্ট করে সমীকরণে এগিয়ে যান তিনি। শিকর নামের পাশে কোনো অ্যাসিস্ট নেই। সে কারণে, গোল্ডেন বুটের জন্য নির্বাচিত হন পর্তুগিজ তারকা।

ফাইনালে ওঠা ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের সামনে ছিল একই সুযোগ। সেমিফাইনাল পর্যন্ত ৪টি গোল করেছিলেন তিনি। কিন্তু ফাইনালে গোলের দেখা পাননি তিনি। যে কারণে রোনালদোকে টপকাতে পারেননি তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর