thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

অন্তঃসত্ত্বা হওয়ায় খুব খুশি নায়িকা অ্যাভলিন শর্মা

২০২১ জুলাই ১৩ ০৯:৪৭:৪১
অন্তঃসত্ত্বা হওয়ায় খুব খুশি নায়িকা অ্যাভলিন শর্মা

দ্য রিপোর্ট ডেস্ক: বিয়ের দুই মাস না যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী অ্যাভলিন শর্মা। গত ১৫ মে অ্যাভলিন অস্ট্রেলিয়াভিত্তিক ডেন্টাল সার্জন ডা. তুশান বিন্দিকে বিয়ে করেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল এ তথ্য জানিয়েছে।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ অভিনেত্রী ভারতের একটি শীর্ষ দৈনিককে জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ায় খুব খুশি তিনি। উৎফুল্ল তুশানও। অ্যাভলিন এ খবরকে ‘সেরা উপহার’ হিসেবে বর্ণনা করেছেন।

অ্যাভলিন আরো জানিয়েছেন, তাদের সন্তান জন্ম নেবে অস্ট্রেলিয়ায়। এখন এ দম্পতি সেখানেই বসবাস করছেন।

অ্যাভলিন ও তুশানের প্রথম দেখা হয়েছিল ২০১৮ সালে। তাদের দেখা হয় দুজনের এক কমন ফ্রেন্ডের মাধ্যমে। ২০১৯ সালে এ যুগল বাগদান সারেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর