thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ট্রফি নিয়ে রোমে ফিরল চ্যাম্পিয়ন ইতালি

২০২১ জুলাই ১৩ ১৫:০৪:১৪
ট্রফি নিয়ে রোমে ফিরল চ্যাম্পিয়ন ইতালি

দ্য রিপোর্ট ডেস্ক: ২০১৭ সালে বিশ্বকাপের বাছাইয়ে সুইডেনের বিপক্ষে গোল করতে না পারায় মূল পর্বে খেলার টিকেট জোটেনি ইতালির। সেই ইতালিই কি না চার বছরের মাথায় দেখাল অন্য রূপ। চমকে দিল পুরো বিশ্বকে। জয়ের ছন্দে উড়তে থাকা ইতালি বদলে জয় করেছে ইউরো চ্যাম্পিয়নশিপ।

ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়া ইতালি ট্রফি নিয়ে গতকাল সোমবার রোমে ফিরেছে। ট্রফি নিয়ে ফুটবলারদের ঘরে ফেরার আনন্দে উৎসবে মেতেছে ইতালি। নীল জার্সির রঙে রঙিন হয়েছে পুরো রোম। খেলোয়াড়দের স্বাগত জানাতে হাজির হয়েছেন তারা। বিমানবন্দর থেকে শুরু করে ভক্তদের রোমের রাস্তাজুড়ে ছিল ভক্তদের সমাগম।

গত রবিবার দিবাগত রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ডকে স্তব্ধ করে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। ৬৭ হাজারের বেশি দর্শকে ভরা স্টেডিয়ামে বেশিরভাগই ছিল ইংল্যান্ড দর্শক। এই ভরা মাঠে শুরুতেই গোল খেয়ে যাওয়া ইতালি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে।

নিজেদের এই জয় ভক্তদেরকেই উৎসর্গ করলেন ইতালিয়ানদের জয়ের নায়ক লিওনার্দো বোনুচ্চি, ‘এই ট্রফি তাদের জন্য (সমর্থক), এটা আমাদের জন্য। প্রথম দিন থেকে বলেছি, আমরা বিশ্বাস করি যে আমরাই এটা পারব। বিশ্বের সব প্রান্তে আজকে উদযাপনের অধিকার তাই কেবল ইতালিরই আছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর