thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সিরিজের মাঝপথেই দেশে ফিরছেন মুশফিক

২০২১ জুলাই ১৪ ১৪:৩০:২৫
সিরিজের মাঝপথেই দেশে ফিরছেন মুশফিক

দ্য রিপোর্ট ডেস্ক: জিম্বাবুয়ের সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারিবারিক কারণে দেশে ফিরছেন তিনি।

বিসিবি জানায়, পারিবারিক কারণে আজই হারারে থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন মুশফিকুর রহিম। এতে করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে মুশফিকের পারিবারিক ইস্যুটি গোপন রাখতে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ জয়ের পর ওয়ানডে সিরিজের জন্য অনুশীলনে ছিলেন মুশফিক। বুধবার অনুশীলন ম্যাচ খেলতেও নেমেছে বাংলাদেশ দল তবে একাদশে ছিলেন না তিনি।

আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৩ জুলাই থেকে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

সফরের আগে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না বলে বোর্ডের কাছে আবেদন করলেও গতকাল সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, টি-টোয়েন্টি সিরিজেও খেলার কথা জানিয়েছে মুশফিক।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর