thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

“রাখি” নিয়ে আসছেন সঞ্জয় দত্ত ও শাহরুখ খান

২০২১ জুলাই ১৫ ০৯:৪৪:৫২
“রাখি” নিয়ে আসছেন সঞ্জয় দত্ত ও শাহরুখ খান

দ্য রিপোর্ট ডেস্ক: এই প্রথমবারের মতো বলিউডের দুই সুপারস্টার সঞ্জয় দত্ত ও শাহরুখ খান পূর্ণাঙ্গ চরিত্রে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ‘রাখি’ নামের একটি ছবিতে তারা পর্দা ভাগাভাগি করতে পারেন বলে সূত্রমতে জানা গেছে।

দুই অভিনেতার পক্ষ থেকে ডেট পেলেই শীঘ্রই ছবির শুটিং শুরু হবে। জানা গেছে, ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্তের জন্য নাকি শুটিংয়ে স্পেশাল ব্যবস্থাও করা হচ্ছে। মাথায় রাখা হয়েছে করোনা সংক্রমণের বিষয়টিও।

বলা হচ্ছে, ২০২২ সালের সবচেয়ে বড় প্রজেক্টের একটি হতে যাচ্ছে ‘রাখি’। সিনেমাটি বেশ কয়েকটি ভাষায় নির্মিত হওয়ার কথা। শিগগিরই শুরু হবে শুটিং এবং আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এরই মধ্যে নাকি চিত্রনাট্য পড়ে তা সঞ্জয় ও শাহরুখ পছন্দ করেছেন। প্রযোজনায় রয়েছে ভায়াকম ১৮।

এর আগে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ও ‘রা ওয়ান’ সিনেমাতে অতিথিশিল্পী হিসেবে পাওয়া গিয়েছিল সঞ্জয় দত্তকে। তবে এবারই প্রথম সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে পর্দা ভাগ করে নেবেন এই তারকাদ্বয়। এছাড়াও সিনেমাটিতে আরও বেশকিছু চমকের গুঞ্জন রয়েছে।

বর্তমানে শাহরুখ খান ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন। এরপর তার আরেকটি প্রজেক্ট শুরু হওয়ার কথা। আর ‘কেজিএফ চ্যাপ্টার টু, ‘শমসেরা’ ও ‘ভুজ’ নিয়ে সঞ্জয় দত্ত হাজির হতে যাচ্ছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর