thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সূচক বেড়েছে ,সাথে লেনদেনও

২০২১ জুলাই ১৫ ১৮:০০:৪২
সূচক বেড়েছে ,সাথে লেনদেনও

দ্য রিপোর্ট প্রতিবেদক:সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই )সূচকের উত্থান হয়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও।সাথে বেড়েছে অধিকাংশ কোম্পানির লেনদেনের পরিমানও।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার, ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করছে।অপর দুই সূচকের মধ্যে ডিএসই ৩০ সূচকদশমিক ২০ পয়েন্টএবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬পয়েন্ট বেড়েঅবস্থান করছে ২২৭৪ ও ১৩৫৯ পয়েন্টে।

ডিএসইতে ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৬৪৮ কোটি ৮৯লাখ টাকার। এ হিসেবে আজডিএসইতে আগের দিন থেকে ১৪০ কোটি ৯৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭০ টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬ টি কোম্পানির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২৫ পয়েন্ট বেড়ে সূচকটি ১৮ হাজার ৩২৭ পয়েন্টেঅবস্থান করছে।

সিএসইতে মোট ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে মধ্যে দর বেড়েছে ২২২টির, দর কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।লেনদেন হয়েছে৬৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।

দ্য রিপোর্ট/এএস/১৫ জুলাই ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর