thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

শূন্যর রেকর্ডে সবাইকে ছাড়িয়েছেন তামিম

২০২১ জুলাই ১৬ ১৫:০১:৫৭
শূন্যর রেকর্ডে সবাইকে ছাড়িয়েছেন তামিম

দ্য রিপোর্ট ডেস্ক: দেশের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল। ওপেনিংয়েও তামিমই সেরা এখন পর্যন্ত। সফলতা যেমন পেয়েছেন, তেমন বাজে রেকর্ডও গড়েছেন।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে রানের খাতা না খুলেই বিদায় নেন ওপেনার তামিম ইকবাল। তাতেই ছাড়িয়ে গেলেন দেশের সবাইকে।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দেশের ব্যাটসম্যানদের মধ্যে শূন্য রানে সর্বোচ্চবার আউট হবার রেকর্ড দখলে নিয়েছেন তিনি। এতদিন ওয়ানডে ক্রিকেটে ১৮বার শূন্য রানে আউট হয়ে শীর্ষে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। যৌথ ভাবে ছিলেন তামিম।

তবে আজকে ১৯তম বার শূন্য রানে আউট হয়ে ছাড়িয়ে গেলেন হাবিবুল বাশারকেও। তিন নম্বরে যৌথভাবে রয়েছেন ১৫বার শূন্য রানে আউট হওয়া মাশরাফী বিন মোর্ত্তজা ও মোহাম্মদ রফিক। এরপর রয়েছেন মোহাম্মদ আশরাফুল (১৩)।

সব ফরম্যাটেও তামিম ইকবাল সবার শীর্ষে। ৩৪বার আউট হন শূন্য রানে। এরপর মাশরাফী (৩৩), আশরাফুল (৩১), মুশফিকুর রহিম (২৬) ও হাবিবুল বাশার (২৫)।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ওপেনারদের মধ্যে সনাৎ জয়াসুরিয়া ২৯ বার শূন্য রানে আউট হয়ে রয়েছেন শীর্ষে, এরপর রয়েছেন ২৩ বার শূন্য রানে আউট হওয়া ক্রিস গেইল। তিন নম্বরে থাকা তামিমের ১৯ বার শূন্য।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর