thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ

২০২১ জুলাই ১৬ ১৯:৪৩:০০
নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ

দ্য রিপোর্ট প্রতিবেদক: নরসিংদীতে কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাঁচদোনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ মিয়া।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন (১০), নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬) ও গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মোজাফর হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫)।

পুলিশ জানিয়েছে, পাঁচদোনা থেকে একটি কভার্ডভ্যান টঙ্গীর দিকে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী লেগুনাটি বিপরীত দিক ঘোড়াশাল থেকে আসছিল। ভাটপাড়া টাকশাল মোড়ে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে গিয়ে ছিটকে পড়ে।

দুর্ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হয় পাঁচজন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজন মারা যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

পাঁচদোনা ফাঁড়ির কর্মকর্তা ইউসুফ মিয়া বলেন, কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর