thereport24.com
ঢাকা, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১ আশ্বিন ১৪২৯,  ২৯ সফর 1444

ডিএসই’র উত্থানের সপ্তাহ 

২০২১ জুলাই ১৭ ১৩:২৩:৫০
ডিএসই’র উত্থানের সপ্তাহ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ক্ষেত্রেই উত্থান দেখা গেছে। এ সপ্তাহে সব ধরনের সূচকের উত্থান দেখা গেছে।সাথে লেনদেন বেড়েছে। অন্যদিকে,অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির পাশাপাশি বাজার মুলধনও বেড়েছে বড় ব্যবধানে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।আলো্চ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।এদিকে ডিএসইতে গত সপ্তাহে বাজার মূলধনও বেড়েছে বড় ব্যবধানে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯৪ দশমিক ৫৯ পয়েন্ট বা ১দশমিক ৫২ শতাংশ বেড়েছে।অন্যদিকে, ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৬ দশমিক ৬৯ পয়েন্ট বা ১দশমিক ১৯ শতাংশ বেড়ে ২ হাজার ২৭৪ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করেছে।অন্য দিকে, ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ১৭.৮১ পয়েন্ট বেড়েছে।

এ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার টাকার।অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে২৯৫ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৭টির, কমেছে ৯৪টির এবংঅপরিবর্তিত রয়েছে১৬টির দাম।

এদিকে সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি ১৮ লাখ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায়৫ লাখ ২৫ হাজার ২৭১ কোটি ৮২ লাখ টাকায়।অর্থ্যাৎ সপ্তাহ শেষেবাজার মূলধন বেড়েছে৮হাজার ৮৯ কোটি ৬৪ লাখ ১৩ হাজার টাকা ।

দ্য রিপোর্ট/এএস/১৭ জুলাই ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর