thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

প্রথম বারের মত সাকিবের ছেলের ছবি প্রকাশ

২০২১ জুলাই ১৭ ১৫:২১:৪৫
প্রথম বারের মত সাকিবের ছেলের ছবি প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক: গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ পারফরম্যান্স করার পরে আজ সাকিব পত্নী উম্মে আহম্মেদ শিশির আজ শনিবার দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তাদের তৃতীয় সন্তান এবং একমাত্ইর ছেলের ইজহানের ছবি প্রথমবারের মতো প্রকাশ করেন।

ছবি পোস্ট করে শিশির লিখেছেন, `আমাদের শিশুপুত্র ইজহাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সবার কাছে অনুরোধ, আপনারা ওর জন্য প্রার্থনা করবেন। মাশআল্লাহ.. আলহামদুলিল্লাহ।` অন্যদিকে অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাকিব বলেন, `আমার ছেলে সন্তান আইজাহ। সবাই তার জন্য দোয়া করবেন।`

উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির দুটি কন্যাসন্তান আছে। ২০১৫ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান আলাইনার এবং ২০১৯ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তান হিসেবে জন্ম হয় আরেক মেয়ে ইররামের।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর