thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

৭৪তম কান ফেস্টিবালে সেরা ছবির পুরস্কার পেল ‘আনক্লেনচিং দ্য ফিস্টস’

২০২১ জুলাই ১৭ ২১:১৮:৪৫
৭৪তম কান ফেস্টিবালে সেরা ছবির পুরস্কার পেল ‘আনক্লেনচিং দ্য ফিস্টস’

দ্য রিপোর্ট ডেস্ক: ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তেঁ রিগা বিভাগে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে কিরা কোভালেঙ্কো নির্মিত রাশিয়ান ছবি ‘আনক্লেনচিং দ্য ফিস্টস’।

গতকাল শুক্রবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কানের সাল দুবুসি হলে আঁ সার্তেঁ রিগার পুরস্কার ঘোষণা করা হয়। কানে পুরস্কার পাওয়া ছবির তালিকা:

গ্র্যান্ড প্রাইজ

‘আনক্লেনচিং দ্য ফিস্টস’

জুরি প্রাইজ

‘গ্রেট ফ্রিডম’, সেবাস্তিয়ান মিজ

দ্য অনসাম্বল প্রাইজ

‘গুড মাদার’, হাফসিয়া হের্জি

প্রাইজ অব কারেজ

‘লা সিভিল’, তিওদোরা না মিহাই

প্রাইজ অব অরিজিনালিটি

‘ল্যাম্ব’, ভ্লাদিমির জোহানসন

স্পেশাল মেনশন

‘প্রেয়ারস ফর দ্য স্টোলেন’, তাতিয়ানা হুজো

উলেখ্য, আঁ সার্তেঁ রিগা বিভাগে অংশ নিয়েছিল বাংলাদেশের ছবি ‘রেহানা মরিয়ম নূর’।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর