thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১,  ২৭ রবিউল আউয়াল 1446

বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৪ হাজার পরিবহন পারাপার

২০২১ জুলাই ১৭ ২১:২২:১৪
বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৪ হাজার পরিবহন পারাপার

দ্য রিপোর্ট প্রতিবেদক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। দেশের এই বৃহৎ সেতু দিয়ে শুক্রবার (১৬ জুলাই ) সকাল ৬টা হতে শনিবার (১৭ জুলাই ) সকাল ৬টা পর্যন্ত প্রায় ৩৪ হাজার পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু উপর দিয়ে বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন মিলিয়ে ৩৩ হাজার ৯১২টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮শ টাকা। এর মধ্যে সেতুর পূর্বপাড়ে ১৭ হাজার ৫১৩টি পরিবহনের বিপরীতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫ হাজার ১১০ টাকা আর সেতুর পশ্চিমে ১৬ হাজার ৩৯৯টি পরিবহনের বিপরীতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৬৯০টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। আজ শনিবার (১৭ জুলাই) যে পরিমাণ পরিবহন সেতু পারাপার হচ্ছে তাতে টোল আদায় আরও বেশি হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর