thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

২০২১ জুলাই ২০ ০৯:৪১:৫৬
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) রাত পৌ‌নে ১২টার দিকে পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তার মে‌য়ে শিখা (১৪) ও ইস‌াহাক শেখ (৩৫)। তারা ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান ইস‌াহাকের ছেলে আব্দুল মা‌লেক (০৫)। নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চরশহিদপুর গ্রামে। নিহত ইসহাক শেখ সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। এছাড়া এ ঘটনায় আহত হ‌য়ে হাসপাতালে ভর্তি আছেন ইসাহাক শেখের স্ত্রী।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, রাজবাড়ীর দৌলত‌দিয়া থেকে ছেড়ে আসা মা‌হেন্দ্রা রাত পৌ‌নে ১২টার দি‌কে পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি গা‌ড়ির সঙ্গে সংঘর্ষে হ‌য়ে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে নেয়ার পথে আরও ১ জন মারা যান। তিনি আরও বলেন, গাড়িটি শনাক্ত ক‌রে আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর