thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

খায়রুল হক, বিচারপতি মানিকসহ ১২ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

২০২১ জুলাই ২০ ০৯:৫৭:০০
খায়রুল হক, বিচারপতি মানিকসহ ১২ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ১২ জনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার।

মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১৯ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, এই ১২ জনই মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাজ্যে ছিলেন। আর সে সময় তারা বাংলাদেশের পক্ষে কাজ করেন।

মুক্তিযোদ্ধা হিসেবে প্রবাসে বিশ্ব জনমত গঠন গেজেটে অন্তর্ভুক্ত ১২ জনের মধ্যে রয়েছেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ (গেজেট নং-২), সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক (গেজেট নং-৩), সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক (গেজেট নং-৪), জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ডক্টর এনামুল হক (গেজেট নং-৫), সাবেক মন্ত্রী (সদ্য প্রয়াত) জাকারিয়া চৌধুরী (গেজেট নং-৬), সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান (গেজেট নং-৭), সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (গেজেট নং-১২) প্রমুখ।

এর আগে, ২০১৯ সালে যুক্তরাজ‍্যে গঠিত ১৩১টি সংগঠনের কেন্দ্রীয় সংগঠন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক মরহুম মো. আজিজুল হক ভূঁঞাকে প্রবাসে বিশ্ব জনমত গঠন গেজেটের ১নং সদস্য হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদান করা হয়।

প্রবাসে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা বিশ্ব জনমত গঠনে কাজ করেছেন তারা আগামী সেপ্টেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. মোজাম্মেল হক।

প্রতিক্রিয়া জানতে চাইলে বিচারপতি মানিক বলেন, ‘এটি খুবই আনন্দের খবর। এতদিন পর হলেও মুক্তিযুদ্ধের সময় প্রবাসীদের যে অবদান, সরকার সেটিকে স্বীকৃতি দিয়েছে। এটি শুধু এই ১২ জনের জন্য নয়, আরও যারা অবদান রেখেছেন, তারা তথ্য প্রমাণাদি দিয়ে এই তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবেন।’

এর আগে ২০১৯ সালে যুক্তরাজ‍্যে গঠিত ১৩১টি সংগঠনের কেন্দ্রীয় সংগঠন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক প্রয়াত আজিজুল হক ভূঁঞাকে প্রবাসে বিশ্ব জনমত গঠন গেজেটে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়।

প্রবাসে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা বিশ্ব জনমত গঠনে কাজ করেছেন তারা আগামী সেপ্টেম্বর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

(দ্য রিপোর্ট/আরজেড/২০জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর