thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

চাঁদপুরে অর্ধশত গ্রামে আজ ঈদ

২০২১ জুলাই ২০ ১৫:০১:৪৭
চাঁদপুরে অর্ধশত গ্রামে আজ ঈদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ (মঙ্গলবার, ২০ জুলাই) চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন মুসলিম সম্প্রদায়ের একাংশ।

জানা গেছে, এ দিন ফরিদগঞ্জের মুন্সিহাট বাজার বড় মসজিদে ইমামতি করবেন মাওলানা মাহবুবুর রহমান, হাজীগঞ্জের সাদ্রা মাদরাসা মাঠে মাওলানা আরিফ চৌধুরী এবং বদরপুর ঈদগাহ মাঠে মাওলানা আবুল খায়ের।

এদিকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব ও ফরিদগঞ্জের আরো বেশ কয়েকটি এলাকায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তারা পশু কোরবানি দেবেন। অন্যদিকে ঈদকে কেন্দ্র করে চাঁদপুরের এসব গ্রামে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ ব্যপারে চাঁদপুরের মিজানুর রহমান জানান, জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) বিগত ১৯৩৩ সাল থেকে আরব বিশ্ব তথা চন্দ্রমাস হিসেব করে এভাবে দুটি ঈদ উদযাপনের প্রচলন শুরু করেন। তার অনুসারীরা এখনো সেই ধারা চালু রেখেছেন। আর সেজন্যই তারা এক দিন আগেই ঈদুল আজহা উদযাপন করে থাকেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২০জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর