thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন  আইজিপি

২০২১ জুলাই ২১ ১০:১৮:২৮
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন  আইজিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ বুধবার (২১ জুলাই) সকাল ৮টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে পবিত্র ঈদুল আজহারের প্রথম জামায়াতে অংশ নেন তিনি। রাজারবাগে এবার সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায়ের লক্ষ্যে মোট তিনটি জামায়াত অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, সামাজিক সুরক্ষা বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং সাধারণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

নামাজ শেষে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসী তথা বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য মহান আল্লাহর দয়া ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাতে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২১জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর