thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

শর্তসাপেক্ষে অভ্যন্তরীণ রুটে ৩ এয়ারলাইন্সের ফ্লাইট

২০২১ জুলাই ২৩ ০৯:০১:০৩
শর্তসাপেক্ষে অভ্যন্তরীণ রুটে ৩ এয়ারলাইন্সের ফ্লাইট

দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬ টা থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। এই লকডাউনের সময় অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ থাকার সিদ্ধান্ত হলেও সেই সিদ্ধান্ত শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিদেশগামী যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে শর্তসাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ারকে আভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার সুযোগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেবিচকের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) একেএম ফজলুল হক স্বাক্ষরিত এক চিঠিতে আভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের ক্ষেত্রে শিথিলতার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, এ তিনটি এয়ারলাইন্স তাদের বিমানে যাত্রী পরিবহনের আগে সেই যাত্রীর আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিট রয়েছে কি-না তা বিমানবন্দরে চেকিং ও বোর্ডিংয়ের সময় পরীক্ষা করে দেখবে। নতুন এ নির্দেশনাটি আগামী ৫ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর