thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আলোর ঝলকানিতে উদ্বোধন হলো টোকিও অলিম্পিকের

২০২১ জুলাই ২৩ ২১:০১:৫০
আলোর ঝলকানিতে উদ্বোধন হলো টোকিও অলিম্পিকের

দ্য রিপোর্ট ডেস্ক: জাপানের রাজধানী টোকিওতে বসেছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের। শুক্রবার দর্শক শূন্য মাঠে আলোর ঝলকানিতে হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান। দর্শক না থাকলেও ছিলেন বেশ কয়েকটি দেশের প্রধানরা।

প্রধান অতিথি ছিলেন জাপানের সম্রাট নারুহিতো। গেমসের উদ্বোধন করেছেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।

অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস। কেনিয়ার কিপ কেইনোর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ‘অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড’ পেলেন ৮১ বছর বয়সী এই নোবেলজয়ী।

একদিকে উদ্বোধনী অনুষ্ঠান চলছে, অন্যদিকে চলছে অলম্পিক আয়োজন বিরোধীদের আন্দোলন। তবে সব কিছু পেছনে ফেলে আগামী ১৫ দিন বিশ্ব মাতবে অলিম্পিক নিয়ে।

তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে ফুটবল ও আর্চারির লড়াই। এছাড়া ১১ হাজারের বেশি অ্যাথলেট অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়।

এদিকে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। গেমস ভিলেজে ঢুকে পড়েছে করোনা। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর