thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, রাতেই মাছ ধরতে নামবেন জেলেরা

২০২১ জুলাই ২৩ ২১:০৩:২১
শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, রাতেই মাছ ধরতে নামবেন জেলেরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: দীর্ঘ ৬৫ দিন পর সাগরে জেলেদের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ইতোমধ্যে সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলেরা।

ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজননকাল হওয়ায় বঙ্গোপসাগর ও সংশ্লিষ্ট নদীর মোহনায় ৬৫ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে দেশের সমুদ্র সীমানায় সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়।

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় সাগরে নামতে ট্রলার, জাল প্রস্তুত করে রেখেছেন আলীপুর, মহিপুর, চাপলি ও কুয়াকাটা অঞ্চলের জেলেরা।

জেলেরা বলেন, দীর্ঘদিন পর আমরা সাগরে মাছ ধরতে যাব। মাছ ধরতে যাওয়াকে কেন্দ্র করে আমাদের মাঝে এক প্রকার আনন্দ বিরাজ করছে। এছাড়া মাছের আড়তগুলোতেও কর্মচাঞ্চল্য নেমে এসেছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গত ২০ মে থেকে শুরু হওয়া ৬৫ দিনের অবরোধ আজ রাত ১২ টায় শেষ হচ্ছে। ১২ টার পর থেকেই জেলারা অবাধে মাছ ধরতে পারবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর